দুনিয়াতে তো মোটামুটি একটা ভাব নিয়ে সবাই পাড় পেয়ে যাই, কিন্তু আখিরাতে? যখন রূহ গলা পর্যন্ত চলে আসবে তখন? মৃত্যুর ফেরেশতার আগমন করবে ? তখন কি আমরা খুব মোলায়েম, সুন্দর একটা মৃত্যু পাব, এটা আশা করতে পারি?এই রামাদানের একটা সিরিজ খুব খুব মিস করছি, সেটা হচ্ছে: “শেষের গল্প” সিরিজ।সিরিজ জুড়ে আমি অসম্ভব সুন্দর কয়েকটা মৃত্যুর সত্য গল্প শুনি।
কারো মৃত শরীর থেকে অদ্ভুতভাবে বের হয়ে আসছিল অপার্থিব সুন্দর সুঘ্রাণ! কোন মৃত ব্যক্তির জন্য জানাজা এবং দাফনের কার্যক্রম একেবারে পানির মত সহজ হয়ে গেল, যেখানে সহজ হওয়াটা অস্বাভাবিক ছিল! কোন কোন ভাগ্যবান আবার এত সুন্দর মৃত্যু পেয়েছে যে, মক্কায় হজের মৌসুমে যখন বিশ লক্ষ মুসল্লী একত্রিত হয়েছে এরকম ২০ লক্ষ মানুষ তার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে! অথচ তাদের মধ্যে একজনের দোয়া কবুল হলেই হয়তো সেটা যথেষ্ট হত!! আচ্ছা এই মানুষগুলো কোন ধরনের নেক আমল করত যার জন্য আল্লাহ তাদের অন্তিম মুহূর্তে এত ভালো আলামত প্রকাশ করার মাধ্যমে সম্মানিত করেছেন?আবার মুদ্রার অন্য দিকটাও ছিল।
কিছু মানুষের মৃত্যুর সময় অথবা মৃত্যুর পরে তাদের লাশের সাথে ভয়ংকর কিছু আলামত প্রকাশ পেয়েছে। কারো লাশ কাফনে জড়ানোর পরেও খুবই ভয়াবহ ভাবে সেই কাফন থেকে পোড়ার গন্ধ আসতে থাকে! আবার একজন মুসলিম মহিলার লাশকে গোসল করানোর সময় সম্পূর্ণ জীবনহীন একটা লাশ এত জোরে বিছানার হাতল ধরে থাকে, যেন সে ভয়ে গোসলের জায়গা পর্যন্ত যেতে চাচ্ছে না — যেন সে তার কবরের আজাবের জীবন দু চোখে দেখতে পারছে এবং প্রচন্ড ভয় গোসল পর্যন্ত যেতে চাচ্ছে না!! ওই মহিলাটি নাকি নামাজ পড়তো কিন্তু তার কিছু খারাপ অভ্যাস ছিল। কি এমন গুনাহ করতো সেই মহিলা? সুবহানাল্লাহ এই মানুষগুলো কোন ধরনের গুনাহ নিয়মিত করতো যার জন্য অন্তিম মুহূর্তে এসে এত খারাপ আলামত প্রকাশ পাচ্ছে?
৩০ বছরজুড়ে শায়েখ মুসলিমদের লাশ ধোয়ার কাজে নিয়োজিত থাকার জন্য তার চোখের সামনে অনেক ধরনের অভিজ্ঞতা ধরা পড়ে! তিনি খারাপ আলামত প্রকাশ পেলেই সেই পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করতেন, এই ব্যক্তি কেমন ছিলেন? সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি যে কোন ধরনের গুনাহ গুলো থেকে আমাকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে।আবার জান্নাতিদের মতন সুঘ্রাণ বয়ে বেড়ানো লাশগুলোর পরিবারকেও শায়খ জিজ্ঞেস করতেন, তার এমনকি নেক আমল আছে? সেগুলো থেকেও আমি অনেক ভালো কাজ করার আরও অনুপ্রেরণা পেয়েছি আলহামদুলিল্লাহ।কয়েকটা পর্ব আমি রামাদানে বারবার শুনেছি! একই গল্প বারবার শুনেছি! এরা আমাদের ধরাছোঁয়ার বাইরে কোন মানুষ না, আমাদের এই সমসাময়িক মানুষ। আঙ্গুলে গুনে কয়েক বছর আগেরকার এক একটা ঘটনা — আমি মনে করি আমাদের ঈমানকে দৃঢ় করার অভিযানে এই সিরিজটা সবার শোনা দরকার!জেদ্দার একজন বিখ্যাত আলেম শাইখ আব্বাসের ৩০ বছর ধরে মুসলিম লাশদের গোসল দেয়ার অভিজ্ঞতার আলোকে কিছু সত্য ঘটনা নিয়ে ২০ পর্বের এই সিরিজ সাজানো হয়েছে।
১৫-২০ মিনিট করে এক একটা পর্ব, কিন্তু আপনার জীবনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।Rain Drops মিডিয়াকে শুকরিয়া জানাই, যারা এই সিরিজ বাংলায় অনুবাদ করে খুবই সহজ ভাষায় সুন্দরভাবে রামাদানে আমাদের জন্য পেশ করেছেন। প্রিয় রসূল ﷺ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। মৃত্যুর কথা ভাবলে অন্তর নরম হয়, বিনয়ী হয়, অহংকার ভেঙে যায়। আমাদের চূড়ান্ত গন্তব্যর জন্য কাজ করতে এনার্জি পাওয়া যায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এই সিরিজটা শুনবেন ইন শা আল্লাহ🔸🔸 এ লিংকে ক্লিক করলে বিশটা পর্ব একসাথে পাবেন ইনশাআল্লাহ :